বাতাস ঢুকিয়ে শিশু হত্যায় মামলা, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবায়দা স্পিনিং মিলের শিশুশ্রমিক সাগর বর্মণ হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ সোমবার সকালে নিহত শিশুর বাবা রতন বর্মণ রূপগঞ্জ থানায় এ মামলা করেন।
নাম উল্লেখ করা ওই চারজন হলেন স্পিনিং মিলের জুনিয়র কর্মকর্তা নাজমুল হুদা, হারুন রশিদ, রাশিদুল ইসলাম ও আজাহার। এঁদের মধ্যে নাজমুল হুদা গতকালই গ্রেপ্তার হয়েছেন। অন্যরা পলাতক।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, জোবায়দা স্পিনিং মিলের ২০ ভাগ শিশুশ্রমিক। গতকাল রোববার নির্যাতনের শিকার নিহত সাগরের বাবা রতন বর্মণ মামলায় যে চারজনের নাম উল্লেখ করেছিলেন, তাঁদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্পিনিং মিলের শিশুশ্রমিক সাগরের পায়ুপথে বাতাস ঢুকানো হলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এর আগে গত বছরের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে কিশোর মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুজনের ফাঁসির রায় হয়েছে।