এবার রূপগঞ্জে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিককে হত্যা
খুলনার পর এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু শ্রমিকের পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সাগর বর্মণ। তার বয়স আনুমানিক ১০ বছর। তার বাবার নাম সুমন বর্মণ। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরের পায়ুপথে বাতাস ঢুকানোর পরে গুরুতর অসুস্থ অবস্থায় বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোবেদা টেক্সটাইলস মিলসের মালিক লায়ন মোজাম্মেল হক বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। এক শ্রমিকের মৃত্যুর ঘটনা জানতে পেরেছি। ঘটনাস্থলে না থাকায় বাকিটুকু বলতে পারছি না। ঘটনাস্থলে পুলিশ, কারখানার কর্মকর্তা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সুমনের পায়ুপথে বাতাস ঢুকানোর পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে কে বা কারা সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়েছে তা জানাতে চাননি ওসি।
যোগাযোগ করা হলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, শিশু সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে। তবে কী কারণে, কে তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কারখানার কনিষ্ঠ কর্মকর্তা নাজমুল হুদাসহ পাঁচ শ্রমিক-কর্মচারীকে আটক করা হয়েছে।
গত বছরের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে কিশোর মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুজনের ফাঁসির রায় হয়েছে।