গাজীপুরে ট্রাকচাপায় পোশাককর্মী নিহত
গাজীপুর শহরের তিনসড়ক এলাকায় ঢাকা-গাজীপুর সড়কে আজ শুক্রবার সকালে ট্রাকচাপায় এক পোশাককর্মী নিহত ও একজন আহত হয়েছেন।
নিহত পোশাককর্মীর নাম মঞ্জু মিয়া। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন বরমনী গ্রামের মৃত সমশের মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় কলম্বিয়া পোশাক কারখানায় চাকরি করতেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসেম জানান, তিনসড়ক এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের পাশ দিয়ে কাজের উদ্দেশ্যে কারখানায় যাচ্ছিলের মঞ্জু মিয়া ও মনসুর আলী। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। শুরুতর আহত অবস্থায় তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুকে মৃত ঘোষণা করেন। আহত মনসুরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ট্রাকচালককে আটক করেছে।