সুনামগঞ্জে বন্যার পানিতে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার
সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে নিখোঁজের তিন দিন পর তিন শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদ চৌধুরী জানান, সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয় আলমাছ আলীর ছেলে সরবত আলী (১৩)। পরে আজ সকালে পাশের একটি গ্রামে পানিতে লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তা উদ্ধার করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আশেক সুজা মামুন জানান, একই দিনে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মলয়শ্রী গ্রামের জেলে লনী দাসের লাশও উদ্ধার করা হয়।।
এদিকে, গত রোববার বাড়ির পাশে বন্যার পানিতে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া আরো দুই শিশু ছাতক উপজেলার কামরুজ্জামানের ছেলে তৌহিদুজ্জামান রাসান (১১) ও বদরুজ্জামান খসরুর ছেলে হামিদুজ্জামান আবিদের লাশ বাড়ির পাশের হাওর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চারজনের লাশই তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত কয়েক দিনের বন্যার পানিতে ডুবে বিভিন্ন উপজেলায় নিখোঁজ ছিল চার শিশুসহ পাঁচজন।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ