‘নবান্ন উৎসব’ উপলক্ষে ঐতিহ্যবাহী মাছের মেলা
থরে থরে সাজানো রুই, কাতলা, বোয়াল, পাঙাশ, মৃগেল ও সিলভার কার্পসহ হরেক রকমের মাছ। সারি সারি দোকান। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক আর দরদামে জমে উঠেছে একদিনের ঐতিহ্যবাহী মাছের মেলা।
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) নবান্ন উৎসব ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও বসেছে একদিনের এই ঐতিহ্যবাহী ‘মাছের মেলা’।
এবার মেলায় আমদানি হয়েছে এক কেজি থেকে ২৫ কেজি ওজনের নানা জাতের মাছ। জমজমাট এ মাছের মেলায় আসা নানা বয়সী মানুষ উৎসাহ নিয়ে ঘুরে ঘুরে মাছ দেখছে। কেউ বা দরদাম করে সাধ আর সাধ্যের মধ্যে সমন্বয় করে কিনছে পছন্দের মাছটি।
এ মেলায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পুকুরে চাষ করা কয়েক হাজার মণ মাছ এসেছে। নবান্ন উৎসব উদযাপনে এলাকার প্রায় প্রতিটি বাড়িতে মেয়েজামাইসহ স্বজনদের দাওয়াত দিয়ে আপ্যায়ন করা হয়। আর তাদের আপ্যায়ন করতে মাছ কিনতে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ মেলায় ভিড় জমান। আশপাশের প্রায় ৩০ গ্রামের মানুষ একদিনের এ মাছের মেলায় আসেন বড় আকারের মাছ কিনতে।
মেলায় এ বছর থেকে সর্বোচ্চ ২৫ কেজি ওজনের কাতল মাছের আমদানি হলেও ১০ থেকে ১৫ কেজি ওজনের রুই, গ্রাস কার্প ও সিলভার কার্প মাছের আমদানি হয়েছে অনেক। ৫০০ থেকে সর্বোচ্চ ৭৫০ টাকা কেজি দরে এসব মাছ বিক্রি হচ্ছে। এর মধ্যে পাঁচ থেকে ১০ কেজি ওজনের মাছ বিক্রি হয়েছে বেশি।
গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্যকে লালন করতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ঘিরে এমন মাছের মেলার আয়োজনে খুশি এলাকার সব শ্রেণির মানুষ। এ মাছের মেলা ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট