মাগুরায় ইমামকে ধরে জঙ্গি আখ্যা, চাঁদা দাবি
মাগুরায় এক ইমামকে ধরে মারধর করেছে দুই যুবক। পরে তাঁকে জঙ্গি আখ্যা দিয়ে পরিবারের কাছে চাঁদা দাবি করে। পুলিশ ওই যুবকদের কবল থেকে ইমামকে উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার রাতে মাগুরার শালিখা থানা পুলিশ এ উদ্ধার অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জঙ্গি আখ্যা দিয়ে মাগুরা সদর উপজেলার কাটাখালী বাজার থেকে যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের বিল্লাল হোসেন নামের এক মসজিদের ইমামকে ধরে নিয়ে যায় দুই যুবক। পরে তাঁকে মারধর করে বিকাশের মাধ্যমে পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারা। ঘটনার পরপর রাত ৮টার দিকে শালিখা থানায় অভিযোগ করেন ইমামের স্বজনরা।
এ অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী ওই যুবকদের অবস্থান শনাক্ত করে। পরে বিকাশে টাকা দেওয়ার কথা বলে মাগুরা সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে শালিখা থানা পুলিশ সদরের কাটাখালী এলাকার একটি মাঠ থেকে রাত ১০টার দিকে ইমামকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে জনি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে। এ সময় তার অপর সহযোগী পালিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া জনির বাড়ি সদর উপজেলার ছয়চার গ্রামে। এ ঘটনায় অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি রবিউল ইসলাম।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা