ফেরি চলাচল ব্যাহত, ট্যাগবোট দিয়ে স্বাভাবিকের চেষ্টা
পদ্মায় তীব্র স্রোতের কারণে আজ বৃহস্পতিবারও শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ডোম্প, কে টাইপ ও রো রো ফেরি বন্ধ রয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে সকাল থেকে নয়টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, গতকাল বুধবার রাতেও পদ্মা নদীতে তীব্র স্রোত ও পানি বৃদ্ধি থাকায় ফেরি বন্ধ ছিল। আজ সকালে বেশ কয়েকটি ফেরি ঘাট থেকে ছেড়ে গেছে। তবে অপর প্রান্তে পৌঁছতে পারবে কি না, সে বিষয়ে বলা যাচ্ছে না। গতকাল বেশ কয়েকটি ফেরি ঘাট ছেড়ে গেছে। কিন্তু তীব্র স্রোতের কারণে তা আবার ফিরে এসেছে।
চন্দ্র শেখর আরো জানান, আজ বৃহস্পতিবার সকাল থেকে চারটি রো রো, চারটি ফ্ল্যাট ফেরি ও ফেরি ফরিদপুর চলাচল করছে। এ ছাড়া আজ বিআইডব্লিউটিএর শক্তিশালী ট্যাগবোট যোগ দেবে। কোনো ফেরি পদ্মা পাড়ি দেওয়ার সময় ট্যাগবোটের সঙ্গে বেঁধে দেওয়া হবে।
বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা আরো জানান, আগে ফেরি পারাপার হতে দুই ঘণ্টা সময় নিত, এখন স্রোতের কারণে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। আর গাড়ির চাপ তো রয়েছেই।
চন্দ্র শেখর বলেন, ‘আমাদের ফেরিগুলো বেশ পুরোনো, ইঞ্জিনের শক্তি কম। স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে কুলিয়ে উঠতে পারে না। আর স্রোতের গতিপ্রবাহ ৯ ন্যাটিকালের ওপরে হলে ফেরি পারাপার করতে পারছে না।’