সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত প্রতিবেদন ১৯ সেপ্টেম্বর
রাজধানীর কল্যাণপুরে অভিযানে নিহত ও আহত সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আগামী ১৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন রেখেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মিরপুর থানা থেকে এ মামলার এজাহার ও এফআইআর পাঠানো হয়। তারপরে ঢাকা মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান তা দেখে আগামী ১৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করেন।
গতকাল বুধবার রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলাটি করেন। মামলায় সন্ত্রাবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারার অভিযোগ আনা হয়।
এজাহার থেকে জানা যায়, সোমবার রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘তাজ মঞ্জিল’ নামের ছয়তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা।
পরে মঙ্গলবার ভোরে সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি।
ভোরের সেই অভিযানের আগেই গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন মো. রাকিবুল হাসান রিগ্যান নামের এক তরুণ, তাঁকে পুলিশি পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় হতাহত ১০ জন ছাড়াও ইকবাল, তামিম চৌধুরী, রিপন, খালিদ, মামুন, মানিক, জোনায়েদ খান, বাদল, আজাদুল ওরফে কবিরাজের নাম আসামির তালিকায় রাখা হয়েছে।