তাজ মঞ্জিল থেকে আটক আরো চারজন রিমান্ডে
রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’ থাকা তাজ মঞ্জিল (জাহাজ বাড়ি নামেও পরিচিত) থেকে আটক আরো চারজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন। এর আগে আটক ব্যক্তিদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান।
আসামিরা হলেন- মাজহারুল ইসলাম, মাহফুজুল আলম, মোমিন উদ্দিন ও জাকির হোসেন। তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রনপ কুমার ভক্ত এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, আসামিদের পক্ষে তাঁদের আইনজীবী মোহাম্মদ লিওন রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেছিলেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত জঙ্গিদের ভাড়া করা ওই আস্তানায় অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স পরিচালনা করে যৌথবাহিনী।
এর আগে গতকাল বুধবার বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
ওই অভিযানে নয়জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই ওই বাসার ভাড়াটে ছিলেন। রিমান্ডে নেওয়া আসামিরা ঘটনার সময় ওই ভবনেই ছিলেন।