সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনের আহ্বান সুজনের
সুষ্ঠু ও শান্তিপূর্ণ সিটি করপোরেশন নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠনটি।
সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। অতীতের অভিজ্ঞতা আমাদের ইতিবাচক নয়।তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে কি না সেনাবাহিনী ছাড়া। যদি না পারে তাহলে সেনাবাহিনী মোতায়েন করা জরুরি হয় বলে আমরা মনে করি। তো এইটা আমাদের দাবি নয়, এটা নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে।’