যশোরে বিজিবির দপ্তরে ককটেল বিস্ফোরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/05/photo-1423085051.jpg)
যশোর বিজিবি'র ২৬ ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের কম্পাউন্ডে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন এনটিভিকে বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা যশোর-নড়াইল সড়কের ওপর থেকে বিজিবি হেড কোয়ার্টারে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিজিবি কম্পাউন্ডে পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিজিবি অধিনায়ক আরো বলেন, হামলাকারী দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনাস্থলের নিকটবর্তী দোকাপনপাটে বিজিবি লাঠিচার্জ করেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, বিজিবির দপ্তরে বোমা বিস্ফোরণের খবর তারা জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।