স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের দাবিতে পঞ্চগড় ও কুড়িগ্রামে বিক্ষোভ
ভারতীয় পার্লামেন্টে স্থলসীমান্ত চুক্তি বিনিময় বিল উত্থাপন ও নাগরিকত্বের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। আজ সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে ভারতীয় হাইকমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে ওই কমিটি।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি আজ বেশ কয়েকটি মোটরসাইকেল ও সাইকেলের বহর নিয়ে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করে। জেলা শহরের জালাসী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের মাধ্যমে ভারতীয় হাইকমিশনারের কাছে স্মারকলিপি দেন।
এ সময় ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি পঞ্চগড় শাখার সভাপতি ও গাড়াতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান, আলতাফুর রহমান, মকলেছার রহমান, তছলিমউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে ভারতীয় পার্লামেন্টে স্থলসীমান্ত চুক্তি বিল উত্থাপন করে ছিটমহল বিনিময়ের দাবিতে ভারত সরকারকে চাপ দেওয়া বা প্রভাবিত করতে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে।
এদিকে একই দাবিতে আজ কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে স্মারকলিপি দেয় ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।
১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের দাবিতে আজ দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির প্রধান কার্যালয় দাশিয়ার ছড়া ছিটমহল থেকে একটি বাইসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন দুই দেশের ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উপদেষ্টা আব্রাহাম লিংকন, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ অংশের সভাপতি মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা প্রমুখ।
বক্তারা ভারতের পার্লামেন্টের চলতি অধিবেশনে সংবিধানের ১১৯তম ধারাটি সংশোধন ও অনুমোদন করার দাবি জানান।
পরে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি জেলা প্রশাসক এ বি এম আজাদের মাধ্যমে ভারতীয় হাইকমিশন বরাবর স্মারকলিপি দেয়।