বগুড়ায় ট্রাকে পেট্রলবোমায় আরেকজনের মৃত্যু
বগুড়ায় পানবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা হামলায় আরো একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার বেলাইল এলাকায় হামলার ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হলো।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জের পান ব্যবসায়ী শহিদুল ও ঝিনাইদহের ট্রাকচালক পলাশ। হামলার ঘটনায় গুরুতর দগ্ধ সুমনকে ঢাকায় পাঠানো হয়েছে। সুমন ট্রাকচালকের সহকারী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে ঝিনাইদহ থেকে ট্রাকটি বগুড়া যাচ্ছিল। পথে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকের গতি রোধ করে পেট্রলবোমা ছুড়ে মারে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীহীন বাসের সঙ্গে ধাক্কা খায়। বাস দুটিতেও আগুন ছড়িয়ে পড়ে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক শাহ আলম জানান, হামলার ঘটনায় ঘটনাস্থলেই পান ব্যবসায়ী শহিদুলের মৃত্যু হয়। আহত সুমন ও পলাশকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। পথে ট্রাকচালক পলাশের মৃত্যু হয়।