মাদারীপুরে নদীভাঙন বেড়েছে, দুর্ভোগে চরাঞ্চলের বন্যার্তরা
মাদারীপুরের শিবচর উপজেলায় গতকাল বুধবার পদ্মা নদীর পানি ৫ সেন্টিমিটার কমেছে। তবে এখনো নদীর পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় মাদারীপুরের এই অংশে নদীর পানির উচ্চতা ৯ সেন্টিমিটার কমলেও নদীভাঙনের তীব্রতা বেড়েছে। এ পর্যন্ত পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদের ভাঙনে প্রায় ৪০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলীন হয়েছে ২০০ হেক্টরের বেশি ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে আছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।
পদ্মার চরাঞ্চলের পানিবন্দি অন্তত ২৫ হাজার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। চরের টিউবওয়েলগুলো ডুবে যাওয়া এবং চারদিক জলমগ্ন হওয়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
বন্যার কারণে এলাকায় মানুষ একদিকে কর্মহীন, অন্যদিকে নদীভাঙনে ঘরবাড়ি স্থানান্তরসহ নানা সংকটের মুখে। তাই বন্যাদুর্গতদের জন্য দ্রুত নগদ অর্থ, টিন ও শুকনো খাবারের ব্যবস্থার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।