বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করার অনুরোধ বার্নিকাটের
সাম্প্রতিক জঙ্গি হামলার কারণে বিদেশি বিনিয়োগকারীদের পুনরায় আশ্বস্ত করতে সরকারকে জঙ্গি মোকাবিলায় পূর্ণ মনোযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বার্নিকাট এ অনুরোধ জানান।
যুক্তরাষ্ট্রের বাজারে বেক্সিমকো ফার্মার ওষুধ রপ্তানির কার্যক্রম উদ্বোধন করেন মার্শা বার্নিকাট। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।
মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, বিনিয়োগকারীদের কারখানা এবং ব্যক্তির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে, এমন নিশ্চয়তা সরকারকে দিতে হবে। যেকোনো হামলার পর জনগণকে আশ্বস্ত করতে সরকারের কাছ থেকে স্বচ্ছ এবং নির্ভরযোগ্য বার্তা পাঠানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বার্নিকাট বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ অত্যন্ত প্রয়োজন।