লক্ষ্মীপুরে মাদ্রসাছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
লক্ষ্মীপুর সদর উপজেলায় সিএনজি অটোরিকশা থেকে তুলে নিয়ে এক মাদ্রাসাছাত্রীকে হাত-পা বেঁধে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় মামলা করা হয়েছে। এর আগে সকালে জহির হোসেন, মামুন ও কালা মিয়া নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ভোরে বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগল ডহরী এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
ওই ছাত্রীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় , গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রোকনপুর গ্রামে বোনের বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। এ সময় বশিকপুর মাদ্রাসা এলাকায় পৌঁছালে জহির হোসেন, মামুন, কালা মিয়া ও আনোয়ার হোসেন অটোরিকশার গতিরোধ করে মুখ বেঁধে ওই ছাত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে হোগল ডহরীর এলাকার একটি বাসায় তাকে আটকিয়ে হাত-পা বেঁধে রাতভর ধর্ষণ করে তারা।
খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে সদর থানা পুলিশ ওই বাসা থেকে ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় আজ দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় জহির হোসেন, মামুন হোসেন, কালা মিয়া ও আনোয়ার হোসেনসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, গণধর্ষণের ঘটনায় জড়িত অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের অভিযান চলছে।