চৌগাছায় পুলিশের গুলিতে দুই শিবির নেতা আহত

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন শিবিরের চৌগাছা উপজেলা শাখার সেক্রেটারি ইস্রাফিল হোসেন ও একই সংগঠনের সাহিত্যবিষয়ক সম্পাদক রুহুল আমিন। তাঁদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে চৌগাছার মহেশপুর সড়কে পুলিশ দুটি মোটরসাইকেলকে থামতে নির্দেশ দেয়। কিন্তু মোটরসাইকেল থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারা হয়। এ সময় পুলিশ শটগানের গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একটি মোটরসাইকেল থেকে দুজন পড়ে যায়। অন্য মোটরসাইকেলটির আরোহীরা পালিয়ে যায়। পরে পুলিশ আহত দুজনকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমানের দাবি, ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি রামদা, শিবিরের চাঁদা আদায়ের রসিদ ও কিছু বই উদ্ধার করা হয়েছে।
আহত রুহুলের বাবা ইমদাদুল হক দাবি করেছেন, গতকাল সকালে তাঁর ছেলে চৌগাছা থানাহাজতে ছিল। দুপুরের দিকে পুলিশ একটি গাড়িতে করে রুহুল ও ইস্রাফিলকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সে সময় পুলিশ তাঁদের জানিয়েছিল যে, দুজনকে আদালতে নেওয়া হচ্ছে। কিন্তু পরে যশোর আদালতে গারদখানায় দুজনকে পাওয়া যায়নি। রাতে পুলিশ জানায়, তাঁর ছেলে গুলিবিদ্ধ হয়েছে।
আহত রুহুল আমিনের দাবি, পুলিশ তাঁদের দুজনকে গত বুধবার আটক করে থানায় নিয়েছিল। পরে গতকাল গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে গুলি করে।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আহসান গুলিবিদ্ধ দুই যুবককে হাসপাতালে আনেন। আহত দুজনের মধ্যে ইস্রাফিলের বাঁ পা ও রুহুলের ডান পায়ের হাঁটুর নিচে গুলির চিহ্ন ছিল।