চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলায় আটক আরো ১১
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে চার শিবিরকর্মীসহ আরো ১১ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ২৬ জনকে আটক করা হলো। গতকাল বুধবার রাতে চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। কুমিল্লার পুলিশ কন্ট্রোল রুম থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শিবিরের চারজন হলেন—দেলোয়ার হোসেন, জনি পাটোয়ারী, আলমগীর হোসেন ও আবদুর রশিদ। বাকি সাতজনের পরিচয় জানা যায়নি। তাঁরা সবাই বাসে পেট্রলবোমা হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের পাশে জগমোহন এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে মারলে ঘটনাস্থলেই সাত যাত্রী নিহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরেকজনের মৃত্যু হয়। আহত হয় আরো ১৫ জন।
এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক ও হত্যার অভিযোগে আলাদা দুটি মামলা করেন। দুটি মামলাতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া জামায়াতের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ করে এবং আরো ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।