মাদারীপুরে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
মাদারীপুরের শিবচরে বন্যাদুর্গত ও নদী ভাঙনকবলিত পাঁচটি স্থানে সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন ত্রাণসামগ্রী ও টাকা বিতরণ করেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় শিবচরে পদ্মা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমে এখনো বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা যায়, আজ শনিবার দিনভর সংসদ সদস্য নূর-ই-আলম উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল চরজানাজাত, কাঁঠালবাড়ী, মাদবরচর, বন্দরখোলা ও সন্ন্যাসীচরে উপজেলা পরিষদ ও আওয়ামী লীগের পক্ষ থেকে সহস্রাধিক পরিবারের মধ্যে ত্রাণের চাল, শুকনো খাবার ও টাকা বিতরণ করেন। এ ছাড়া তিনি নদীভাঙনের ভয়াবহতা দেখে দুর্গত মানুষের জন্য পাঁচ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করে দেন। তিনি পানি না কমা পর্যন্ত ত্রাণ ও অনুদান বিতরণের আশ্বাস দেন।
জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, ভাইস চেয়ারম্যান দেলোয়ার বেপারি, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ মোল্লা, ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান উপস্থিত ছিলেন।
এদিকে, এখনো রোপা আমন, পাট, শাক সবজিসহ প্রায় সাড়ে তিন হাজার হেক্টর ফসলের মাঠই পানিতে তলিয়ে রয়েছে। পদ্মা ও আঁড়িয়াল খাঁর ভাঙনের তীব্রতা বেড়েছে। এ পর্যন্ত পদ্মা ও আঁড়িয়াল খাঁরর ভাঙনে প্রায় ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংসদ সদস্য নূর-ই-আলম বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের অভিজ্ঞতা আমাদের আগে থেকেই রয়েছে। ৯০-এর বন্যায় এসে আমি এই চরে রাতেও ছিলাম। সে সময়ও আপনাদের পাশে ছিলাম। এখন দিন পরিবর্তন হয়েছে। আমাদের ত্রাণের কোনো অভাব নেই। সরকার ছাড়াও আমরা দলীয়ভাবে আপনাদের পাশে আছি। আমরা কারো কোনো কষ্ট হতে দেব না।’