রাবি উপাচার্য লাঞ্ছনার ঘটনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/21/photo-1429637551.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনকে লাঞ্ছনার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের হস্তক্ষেপ চেয়েছে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কাউন্সিল।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান কাউন্সিলের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশীদ স্বাক্ষরিত চিঠি রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫২টি বিভাগের প্রধানদের সংগঠন চেয়ারম্যান কাউন্সিল।
চিঠিতে বলা হয়েছে, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী স্বায়ত্তশাসিত এ বিদ্যাপীঠের চেয়ারম্যান (বিভাগীয়) পদটি অরাজনৈতিক। এ অরাজনৈতিক অবস্থা থেকে গত ১৫ ও ১৬ এপ্রিল উপাচার্যের দপ্তরে সংঘটিত ঘটনাটি নিরপেক্ষ দৃষ্টিতে বিচার-বিবেচনা করে চেয়ারম্যান কাউন্সিল এ বিশ্বাসে উপনীত হয়েছে যে, এটি শুধু অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেতই নয়; স্বাধীন জ্ঞানানুশীলন, মুক্তবুদ্ধির চর্চা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যসহ শিক্ষক সমাজের সম্মানের প্রতি অকল্পনীয় অবজ্ঞাপ্রদর্শন ও কালিমালেপনের শামিল। যা দেশ, সমাজ, রাষ্ট্র ও বাঙালি জাতিসত্তায় লালিত মূল্যবোধ ও ঐত্যিহের বিপরীত।’
চিঠিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা রাষ্ট্রপতি ও আচার্যের কাছে ঘটনায় জড়িতদের অশুভ কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য এবং বিষয়টির নিষ্পত্তির জন্য হস্তক্ষেপ কামনা করেন।
গত ১৫ এপ্রিল রাজশাহীর সরকারদলীয় এক সংসদ সদস্য এবং ১৬ এপ্রিল নগর আওয়ামী লীগের এক নেতা লোকজন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে উপাচার্যকে তাঁর কার্যালয়ে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে। যদিও তাঁরা সেই অভিযোগ অস্বীকার করেছেন।