বান্দরবানে বাঙালি সংগঠনগুলোর হরতাল চলছে
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন-২০১৬) আইন বাতিলের দাবিতে বান্দরবানে বাঙালি সংগঠনগুলোর ডাকে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
হরতাল আহ্বান করা সংগঠনগুলো হলো—পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, সমঅধিকার আন্দোলন, জাগো পার্বত্যবাসী ও পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ।
সংগঠনগুলোর নেতাকর্মীরা হরতাল কর্মসূচি সফল করতে জেলা শহরের ট্রাফিক মোড়, সুয়ালক, বালাঘাটা, কেন্দ্রীয় বাসস্ট্যান্ডসহ বান্দরবান-চট্টগ্রামের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে। এতে সকালের দিকে সড়কগুলোতে তেমন যান চলাচল করতে দেখা যায়নি।
পার্বত্য নাগরিক পরিষদের জেলা সভাপতি আতিকুর রহমান বলেন, মন্ত্রিসভায় পাস হওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে বাঙালি সংগঠনগুলো হরতাল কর্মসূচি পালন করছে। তিনি বলেন, সংশোধনী আইনের কারণে পার্বত্যাঞ্চলে বাঙালিরা ভূমির অধিকার হারাবে। পার্বত্য অঞ্চলে রক্তপাত, সংঘর্ষ আরো বেড়ে যাবে।
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান আতিকুর রহমান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, বাঙালি সংগঠনগুলোর ডাকে হরতাল চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন-২০১৬) আইন পাস করা হয়। সংশোধিত এ আইন বাতিলের দাবিতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এ তিন পার্বত্য জেলায় বাঙালি সংগঠনগুলো মিছিল ও মানববন্ধন পালন করে। ওই কর্মসূচি থেকে ১০ আগস্ট (আজ) তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ডাক দিয়েছিল সংগঠনগুলো।