নির্মাণের ১৬ দিনের মাথায় ভেঙে পড়ল ফটক
বান্দরবানে নির্মাণের ১৬ দিনের মাথায় সিভিল সার্জন কার্যালয়ের ফটক ভেঙে পড়েছে। আজ বুধবার দুপুরে জেলা শহরে এ ঘটনা ঘটে।
নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতি এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর অব্যবস্থাপনায় এ ঘটনা ঘটেছে দাবি সংশ্লিষ্টদের।
গণপূর্ত বিভাগ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গণপূর্ত বিভাগের অর্থায়নে চার লাখ টাকা ব্যয়ে শহরের হাসপাতাল এলাকায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সৌন্দর্য বর্ধনে ফটক নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতি এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর অব্যবস্থাপনায় ফটকটি নির্মাণের মাত্র ১৬ দিনের মাথায় ভেঙে পড়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফটক নির্মাণকাজের ঠিকাদার মোহাম্মদ ফারুক দাবি করেন, শ্রমিকদের অবহেলায় ফটকটি ভেঙে পড়েছে। তিনি বলেন, কাজের গুণগত মান খারাপ ছিল না। কোনো অনিয়ম-দুর্নীতি করা হয়নি।
ঠিকাদার বলেন, ‘গণপূর্ত বিভাগের অর্থায়নে রোয়াংছড়ি উপজেলায় এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস স্টেশন দুই তলা ভবনের নির্মাণ কাজও আমি করছি।’
নির্মাণকাজের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. ইলিয়াছ শাহ বলেন, ‘আমার অনুপস্থিতিতে ফটকের ছাদ ঢালাই দেওয়া হয়েছিল। ছাদে লোহার পরিমাণ কম দেওয়াসহ নির্মাণকাজে ত্রুটির বিষয়টি আগেই ধরা পড়েছিল। ফটকের সেন্টারিং কাঠ সরানোর সময় এটি সম্পূর্ণ ভেঙে পড়েছে।’