চান্দিনায় নাশকতার অভিযোগে ফুটবলার আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/05/photo-1423124828.jpg)
ঢাকার বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন মোস্তফা কামাল। ছবি : সংগৃহীত
কুমিল্লার চান্দিনায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এক ফুটবলারকে আটক করেছে পুলিশ। তাঁর নাম মোস্তফা কামাল। গতকাল বুধবার রাতে তাঁকে আটক করা করা হয়।
মোস্তফা কামাল চান্দিনা পৌরসভার সদর এলাকার প্রয়াত সোনা মিয়ার ছেলে। তিনি ঢাকার বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন। এখন ফুটবল খেলার পাশাপাশি চান্দিনা ফুটবল ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, গতকাল রাত সোয়া ৮টার দিকে চান্দিনা পাইলট উচ্চবিদ্যালয় জামে মসজিদে এশার নামাজ শেষে বের হওয়ার পর মোস্তফাকে (৪৪) আটক করে পুলিশ। তিনি পৌর বিএনপির একজন সক্রিয় নেতা। গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় চান্দিনা বাসস্টেশনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।