সহিংসতার প্রতিবাদে মানববন্ধনে পাঁচ মন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/05/photo-1423125932.jpg)
২০ দলের ডাকা চলমান হরতাল-অবরোধে সহিংসতা-নাশকতার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিলেন সরকারের পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সচিবালয়ের দক্ষিণ পাশে আবদুল গণি রোডে এই মানববন্ধনের আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও শ্রমিক-কর্মচারী-পেশাজীবী ঐক্য পরিষদ। শতাধিক মানুষে এতে অংশ নেন।
মানববন্ধনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া একাত্তরের মতো দেশে হত্যাযজ্ঞ চালাচ্ছেন। তাঁকে পরাজিত করতে আরেকটি ১৬ ডিসেম্বর প্রয়োজন।’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়ার হীন স্বার্থ চরিতার্থ করতেই এ আন্দোলন।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হুইসেল এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির হর্ন বাজিয়ে ২০ দলের কর্মসূচির প্রতিবাদ জানান।