নানা আয়োজনে বান্দরবানে জাতীয় শোক দিবস পালিত
বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ সোমবার সকালে বান্দরবানে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি। এ ছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈ হ্লাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা প্রশাসন আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বান্দরবান জেলা ও দায়রা জজ শফিকুর রহমান, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বোমাং সার্কেল চিফ উচপ্রু চৌধুরী, সিভিল সার্জন ডা. উদয় শংকর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় রাজার মাঠ থেকে শোকর্যালি, বঙ্গবন্ধু মুক্তমঞ্চে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল এবং দরিদ্র ভোজের আয়োজন করা হয়।
অপরদিকে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোক দিবস পালন করা হয়েছে।