বরিশালে মেয়েরা এগিয়ে
বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। মেয়েদের মধ্যে পাসের হার ৭২ দশমিক ৩৮ শতাংশ অন্যদিকে ছেলেদের মধ্যে এ হার ৬৮ দশমিক ৭ শতাংশ। তবে জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়ে এগিয়ে আছে ছেলেরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মু. শাহ্ আলমগীর। তিনি জানান, এ বছর পাসের হার ৭০ দশমিক ১৩ শতাংশ যা গত বছরে ছিল ৭০ দশমিক ৬ শতাংশ। এ বছর ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৯টি কেন্দ্রে ৬১ হাজার ৫৩৮ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৪৩ হাজার ১৫৭ জন।
বরিশাল বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৭৮৭ জন, গত বছর জিপিএ ৫-এর সংখ্যা ছিল এক হাজার ৩১৯ জন। গত বছরের মতো এ বছরও ছেলেদের চেয়ে মেয়েদের ফলাফল তুলনামূলক ভালো। তবে জিপিএ ৫-এ আনুপাতিক হাড়ে মেয়েদের সংখ্যা কম। মেয়েদের ২৯ হাজার ৮৫৯ জন পরিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২৯ হাজার ৩৫৭ জন এবং পাস করেছে ২১ হাজার ২৫০ জন, জিপিএ ৫ পেয়েছে ৩৭১ জন। মেয়েদের পাসের হার ৭২ দশমিক ৩৮শতাংশ।
ছেলেদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩২ হাজার১৮১ জন এবং এর মধ্যে ২১ হাজার ৯০৭ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ৪১৬ জন। ছেলেদের মধ্যে পাসের হার ৬৮ দশমিক ৭ শতাংশ।
দুই প্রতিষ্ঠানে শতভাগ পাস
বরিশাল শিক্ষা বোর্ডের দুই প্রতিষ্ঠানে শত ভাগ পাস করেছে শিক্ষার্থীরা। বরিশাল শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, বরিশাল শিক্ষা বোর্ডের মধ্যে বরিশাল ক্যাডেট কলেজে থেকে ৫৬ জন এবং পটুয়াখালীর ধূলিয়া আউলিয়াপুর কলেজ থেকে ৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের সবাই পাস করেছে। এ ছাড়া বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর শতভাগ ফেল নেই কোনো কলেজে।
কমেছে জিপিএ ৫
বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিকে কমেছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা। যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। চলতি বছর জিপিএ ৫ এসেছে ৭৮৭টি।
যা গত বছরের তুলনায় ৫৩২টি কম। গত বছর এই বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫ এসেছিল এক হাজার ৩১৯টি। জিপিএ ৫-এর এমন বিপর্যয়ে বিব্রত খোদ বোর্ড প্রশাসন। বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মোতালেব জানান, যুক্তিবিদ্যা, অর্থনীতি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে নতুন করে সৃজনশীল পদ্ধতি সংযোজিত হওয়ায় পাস করা সহজ হলেও আরো ভালো নম্বর অর্জন করা কঠিন হয়ে পড়ে শিক্ষার্থীদের জন্য।