গাইবান্ধার ‘জিনের বাদশা’ মাগুরায় আটক
মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবদুর রহিম (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাগুরা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি পুলিশের দাবি, আটক ব্যক্তি প্রতারকচক্রের সদস্য।
আটক রহিমের কাছ থেকে সোনার আবরণে একটি রৌপ্যমূর্তি উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে মাগুরার পারনান্দুয়ালী এলাকায় যুব উন্নয়ন কার্যালয়ের সামনে থেকে আবদুর রহিমকে আটক করা হয়। তিনি গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার চকসিংহ গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, আবদুর রহিম মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের গোলাম মোল্লার স্ত্রী আকিরন নেছাকে বিভিন্ন সময় মুঠোফোনে কল দিয়ে জিনের বাদশা পরিচয় দেন। তাঁর স্বামী-সন্তান মারা যাবে মর্মে ভয়-ভীতির কথা শুনিয়ে মুঠোফোনে বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।
ইনামুল হক বলেন, ‘প্রতারকচক্রটি গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকার বিনিময়ে আজ সোনার আবরণের একটি রৌপ্যমূর্তি দিতে ওই নারীকে (আকিরন নেছা) পারনান্দুয়ালী টারমিনাল এলাকায় ডাকে। তখনই আবদুর রহিমকে আটক করা হয়।’
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইনামুল হক।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা