রাজবাড়ীতে সাংবাদিকদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দলমত নির্বিশেষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা।
আজ শনিবার সকালে রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতারা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক আবু মুসা বিশ্বাস, মোশাররফ হোসেন, এম মনিরুজ্জামান, কাজী আবদুল কুদ্দুস বাবু, লিটন চক্রবর্তী, জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাব সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, খোন্দকার আবদুল মতিন প্রমুখ।