লক্ষ্মীপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে ইমাম সমিতির সমাবেশ
লক্ষ্মীপুরের কমলনগরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি এ আয়োজন করে।
মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ আবদুল্লাহ আল মামুন।
হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ যায়েদ হোসাইন ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) অধ্যাপক নুরুল ইসলাম, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার।
কমলনগর উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ইউসুফ হেলালীর সঞ্চালনায় বক্তব্য দেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের লক্ষ্মীপুরের উপপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি কমলনগর শাখার সভাপতি মাওলানা আলী হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল ও জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ইসরাফিল, মাওলানা ফখর উদ্দিন, মাওলানা আলাউদ্দিন প্রমুখ।
মহাসমাবেশে বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সব শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানান।