মাদারীপুরে চরবাসীদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ
চলমান বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মাদারীপুরের শিবচরের চরবাসী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
আজ শনিবার সকালে উপজেলার চরাঞ্চল অধ্যুষিত চরজানাজাত ইউনিয়নের জে কে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা ও পদ্মা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৩২ পরিবারের মাঝে ত্রাণ তুলে দেওয়া হয়।
এ ছাড়া আড়িয়াল খাঁ নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর ইউনিটের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। সন্ন্যাসীরচর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই ত্রাণ বিতরণের সময় প্রত্যেক পরিবারকে নগদ টাকা, চাল, ডাল, তেলসহ নয় ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেওয়া হয়।
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান, সন্ন্যাসীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রউফ হাওলাদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাসার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।