লক্ষ্মীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
লক্ষ্মীপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে চাকরি স্থায়ীকরণ, পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মাঠ সহকারী কল্যাণ পরিষদের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লিটন, মাঠকর্মী মো. সোহেল, লোকমান হোসেনসহ অন্যরা।