সিলিন্ডার থেকে আগুন, চার রেস্তোরাঁকর্মী দগ্ধ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরে আয়েশা রেস্তোরাঁয় সিলিন্ডার থেকে লাগা আগুনে চার কর্মচারী দগ্ধ হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন দোকান কর্মচারী রফিক (৪৫), দেলোয়ার (৩৫), ফয়েজ (২০) ও বাবুল (২২)। তাঁদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয় নিশ্চিত করে রেস্তোরাঁমালিক হাজি আবু তাহের পাটওয়ারী বলেন, সকালে দোকানে রান্নার কাজ চলছিল। এ সময় গ্যাস সিলিন্ডারের রেগুলেটর লাগাতে গেলে পাইপ লিকেজ হয়ে আগুন রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয় চার কর্মচারী।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।