চট্টগ্রামে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের যাবতীয় উপকরণ চট্টগ্রামে পৌঁছেছে। আজ শনিবার সকাল থেকেই এসব উপকরণ বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোর প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল শুক্রবার নির্বাচন কমিশন থেকে এসব নির্বাচনী সামগ্রী চট্টগ্রামে পাঠানো হয়। আজ সকাল থেকে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে শুরু হয়েছে এসব সামগ্রী সাজানোর কাজ।রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল বাতেন জানিয়েছেন, এবারের নির্বাচনে মোট ছয় হাজার ৩৪৪টি ব্যালট বাক্স ব্যবহৃত হবে। এ ছাড়া তিনটি পদের প্রত্যেকটির জন্য ব্যালট পেপার রাখা হচ্ছে ১৮ লাখ ১৩ হাজার ৪৪৫টি।
আগামী ২৭ এপ্রিল নগরীর ৪১টি ওয়ার্ডের ৭১৯টি ভোটকেন্দ্রে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।