টানা বৃষ্টিতে মাদারীপুর শহরে হাঁটুপানি
গতকাল রোববারের টানা বর্ষণে মাদারীপুর পৌর শহর প্রায় হাঁটুপানির নিচে ডুবে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, ভোর রাত থেকে টানা বৃষ্টিতে পানি বাড়তে থাকে। দুপুর নাগাদ বৃষ্টিতে শহরের প্রধান সড়কগুলো পানিতে ডুবে যায়। এতে যানবাহন চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়। শহরের কলেজ রোড, নিরাময় ক্লিনিক, পুরান বাজার, নতুন শহর এলাকা ও শহরের বেশকিছু ব্যবসাপ্রতিষ্ঠান হাঁটুপানিতে ড়ুবে যায়। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সাধারণ মানুষ এই ভোগান্তির জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবকে দুষছেন।
এদিকে পৌর কর্তৃপক্ষ এই পানি ওঠাকে শুধুই প্রাকৃতিক দুর্যোগ বলে দাবি করছে।