নবগঙ্গা বাঁচাতে মানববন্ধন

নবগঙ্গা নদী বাঁচাতে আজ সোমবার মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছবি : এনটিভি
নবগঙ্গা নদী বাঁচাতে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার সকালে ‘নবগঙ্গা বাঁচাও-মাগুরা বাঁচাও’ স্লোগানে শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড় থেকে সরকারি কলেজ গেট পর্যন্ত মানববন্ধন করে জাগো মাগুরা নামে একটি সামাজিক সংগঠন।
এ সময় বক্তব্য দেন জাগো মাগুরার সদস্য সচিব সৈয়দ বারিক আনজাম বারকি, উপদেষ্টা আবদুর রউফ মাখন, আলী আকতার দুখু, অ্যাডভোকেট কাজী মিনহাজ উদ্দিন, এ টি এম আনিসুজ্জামান প্রমুখ।
বক্তারা অবিলন্বে নবগঙ্গা নদীর ড্রেজিং, দুই পাড়ের অবৈধ দখলমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ, বর্জ্য ফেলা বন্ধ এবং নদীর সীমানা নির্ধারণ করার জোর দাবি জানান।
মানববন্ধনে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, ক্রীড়াবিদ, শিল্পী, রাজনীতিবিদ ও স্কুল-কলেজের তিন শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।