বরিশালে সাংসদের চেম্বারে আগুন
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের চেম্বারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে বরিশালের ফকিরবাড়ী রোডে এ ঘটনা ঘটে।
এ সময় চেম্বারে কেউ ছিলেন না। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সাংসদের সহকারী অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার জানান, জ্বালানি তেল দিয়ে চেম্বারের দরজায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে। তেলের বোতলটি দরজার পাশেই পড়ে ছিল।
চেম্বারের ভেতরে মূল্যবান বই, বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বেশ কিছু আসবাব ছিল বলে জানান তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চেম্বারে অগ্নিসংযোগের জন্য ওই বোতলে কেরোসিন আনা হয়েছিল।