লক্ষ্মীপুরে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
১৫ আগস্ট ও ২১ আগস্টের নির্মম হত্যাকাণ্ড এবং দেশব্যাপী সন্ত্রাস-জঙ্গিবাদী তৎপরতার প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ওষুধ ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা সদরের প্রধান সড়কের প্রাইম ব্যাংকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে সভায় বক্তব্য দেন উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির নেতা মীর মোহাম্মদ আবুল বাশার, রেজাউল হক দুলাল, বিনোদ দেবনাথ, কামরুজ্জামান পাটওয়ারী, স্বপন পাল, কেশব চন্দ্র শীল, সৌরভ কবির, বেলাল হোসেন, নিখিল চন্দ্র, আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট দেশে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাম্প্রতিককালে দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। ইসলাম কখনো এসব সমর্থন করে না। দেশপ্রেমের মাধ্যমে সব সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দিতে হবে।