রায় কার্যকরের চিঠি ডিসি, এসপি ও সিভিল সার্জনের কাছে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর রায় কার্যকরের চিঠি পেয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জন।
আজ শনিবার বিকেলে জেলা প্রশাসক এস এম আলম এনটিভি অনলাইনকে জানান, রায় কার্যকরের জন্য নির্বাহী আদেশের চিঠি মূলত কারাগারে পাঠানো হয়। এ ছাড়া নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকেও চিঠি দেওয়া হয়। সে অনুযায়ী, আজ তিনিও চিঠি পেয়েছেন বলে জানান।
জেলা প্রশাসক বলেন, যথাসময়ে কারাগারে পৌঁছে যাবেন তিনি।
একই সঙ্গে জেলার পুলিশ সুপার মো. হারুন অর রশীদ ও সিভিল সার্জন ডা. আলী হায়দার খানও এ-সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে জানা গেছে।
কারাবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের সময় জেল সুপার, জেলা প্রশাসক, সিভিল সার্জন, জেলা নির্বাহী হাকিম, কারা মহাপরিদর্শক, প্রত্যেক গোয়েন্দা সংস্থার একজন করে প্রতিনিধি এবং জেলার পুলিশ সুপার উপস্থিত থাকেন।