নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত
ঘনিয়ে আসছে ঈদুল আজহার সময়। আজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে ঘরমুখো মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে।
ঘাট এলাকায় ঈদ উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পরও শৃঙ্খলা ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত পুলিশ সদস্যদের। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
এই নৌরুটে নাব্যতা সংকট থাকায় রো রো ফেরিসহ বেশকিছু ফেরিকে ধারণক্ষমতার চেয়ে হালকা যানবাহন নিয়ে চলাচল করতে হচ্ছে। তবে বাস ও হালকা যানবাহন পারাপারে তেমন সমস্যা হচ্ছে না। এ ছাড়া রুটটির চ্যানেলের বেশ কিছু অংশ একমুখী হয়ে পড়ায় ফেরি পারাপারেও বিলম্ব হচ্ছে।
একদিকে নাব্যতা সংকট অন্যদিকে দৌলতদিয়ায় অচলাবস্থার কারণে এই ঘাটের উভয় পাশে যানবাহনের চাপ বেড়েছে। আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্যে গরু বোঝাই ট্রাকও রয়েছে।
এ বিষয়ে কাওরাকান্দি পুলিশ বুথের পরিদর্শক উত্তম কুমার শর্মা বলেন, এই ঘাট ব্যবহার করে মানুষ ঘরে ফিরছেন। মানুষের ভোগান্তি যেন কমানো যায় সে বিষয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।