গাজীপুরে মেঘনা গ্রুপের সাইকেল কারখানায় অগ্নিকাণ্ড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/02/photo-1430569219.jpg)
গাজীপুরে মেঘনা গ্রুপের বাইসাইকেল কারখানায় আজ শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তৈরি সাইকেল, সাইকেলের টায়ার ও যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর, টঙ্গী, শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, সদর উপজেলার শিরিরচালা নতুন বাজারে অবস্থিত মেঘনা গ্রুপের ট্রান্স ওয়ার্ল্ড বাইসাইকেল লিমিটেড কারখানার অ্যাসেম্বল স্টোর রুমে আজ শনিবার দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ওই সেকশনের পুরো টিনশেড ভবনে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার টিনশেড ভবনের ওই সেকশনে উৎপাদিত সাইকেলের ফিনিশিং কাজ সম্পন্ন করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন।
আক্তারুজ্জামান লিটন জানান, আগুনে স্টোর রুমে থাকা তৈরি করা সাইকেল, সাইকেল তৈরির যন্ত্রাংশ, টায়ারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সোলায়মান জানান, কারখানার সাইকেলের অ্যাসেম্বল কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনে স্টোররুমে থাকা তৈরি করা সাইকেল, সাইকেল তৈরির যন্ত্রাংশ, টায়ারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।