রাজশাহীতে রেললাইনের পাশে যুবকের লাশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/02/photo-1430578327.jpg)
রাজশাহীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের (২৬) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ছাড়া রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৩০) নামের এক পাওয়ার টিলার চালক নিহত হয়েছেন।
রাজশাহী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। যুবকের গায়ে থাকা গেঞ্জির পকেটে একটি চিরকুট (সুইসাইড নোট) পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমাকে যেন মহিষবাথান গোরস্থানে দাফন করা হয়।’
ওসি আরো জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সঠিক কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এর আগে আজ সকাল ৮টার দিকে নগরীর পোস্টাল একাডেমি ভবনের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৩০) নামের এক পাওয়ার টিলার চালক নিহত হন। তিনি নগরীর রাজপাড়া থানা এলাকার কালুর ছেলে।
শাহ্ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ জানান, সকাল ৮টার দিকে নগরীর আমচত্বর এলাকা থেকে যাত্রীবাহী একটি বাস শহরে ঢুকছিল। এ সময় একটি পাওয়ারটিলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে প্রবেশের চেষ্টা করলে যাত্রীবাহী বাসটি তাঁকে ধাক্কা দেয়। এতে পাওয়ার টিলারটি উল্টে গিয়ে চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
এসআই হারুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীবাহী বাস ও পাওয়ার টিলারটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।