যশোরে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতকর্মী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423191115.jpg)
যশোর-খুলনা মহাসড়কের রামনগর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রামনগর পিকনিক কর্নার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক। তিনি জানান, একটি সাদা মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়া হয়। পুলিশ পাল্টা গুলি করলে শহীদুল ইসলাম নিহত হন।
আরিফুল হক জানান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শহীদুল একসময় শিবির করতেন। পরে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত হন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। শহীদুলের বাড়ি সাতক্ষীরা সদরের কাশিমপুর গ্রামে, বাবা মৃত নূর আলী।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, বৃহস্পতিবার বিকেলে যশোর পুলিশের কাছ থেকে শহীদুল ইসলাম ও আবদুল মজিদ নামের দুই আসামি পালিয়ে যান। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছিল। ওই মামলার তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার পুলিশের কাছ থেকে পালানো শহীদুল ইসলামই রাতের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। ঘটনাস্থল থেকে পাঁচটি বোমা ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত শহীদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা ও কলারোয়া থানায় হত্যা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত শহীদুল ইসলাম একসময় ছাত্রশিবিরের ক্যাডার ছিলেন। বর্তমানে তিনি জামায়াতের কর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।
নিহত শহীদুলের ভাইয়ের ছেলে ইমরান হোসেন জানান, মঙ্গলবার বিকেলে স্ত্রী প্রিয়া বেগমকে সাথে নিয়ে কলারোয়ার কায়বা চন্দ্রপুর গ্রামে মামাশ্বশুরের বাড়িতে বেড়াতে যান তাঁর চাচা। সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে শার্শা থানায় নিয়ে যায়। পরে শার্শা থেকে নেওয়া হয় যশোরে। এরপর আর চাচা শহীদুলের খবর পাওয়া যায়নি। সকালে তিনি মরদেহ নিতে হাসপাতালে যান।
শহীদুলের বোন রাবেয়া বলেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে চার-পাঁচটি মামলা ছিল। অনেকদিন ধরে তিনি ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতেন। স্বজনদের সাথে দেখা করার জন্য মাঝেমধ্যে বাড়িতে আসতেন।
এদিকে, সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আবদুল মজিদ গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মজিদ পৌর ছাত্রদলের সভাপতি।