সাতক্ষীরায় পুলিশের সঙ্গে 'সংঘর্ষে' ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423195294.jpg)
সাতক্ষীরার কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি আবদুল মজিদ (৩৭) পুলিশের সঙ্গে 'সংঘর্ষে' গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরে কলারোয়ার ঠাকুরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।
সাতক্ষীরা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক এসআই কামাল হোসেন জানান, নাশকতার লক্ষ্যে ঠাকুরবাড়ী এলাকায় বেশ কয়েকজন জড়ো হয়েছে—এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। কয়েক মিনিট সংঘর্ষে আবদুল মজিদের পায়ে গুলি লাগে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সংঘর্ষে পুলিশের দুই সদস্য সহকারী উপপরিদর্শক ইকবাল ও কনস্টেবল শাহাদাত আহত হয়েছেন বলে জানান এসআই কামাল হোসেন।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
গুলিবিদ্ধ আবদুল মজিদ কলারোয়ার তুলসীডাঙ্গা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তাঁর বিরুদ্ধে কলারোয়া থানায় কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।