সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৭৪
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৭৪ জনকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত নাশকতাবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা পুলিশ অফিসের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক এমদাদ হোসেন জানান, সদর থানা থেকে ১৯ জন, দেবহাটা থানা থেকে ১৮, তালা থেকে ১০, পাটকেলঘাটা থেকে ৮, শ্যামনগর থেকে ৬, কালীগঞ্জ থেকে ৫ জন এবং কলারোয়া ও আশাশুনি থেকে চারজন করে মোট ৭৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে মাদক পাচার, ছিনতাই, চুরিসহ নানা অপরাধের মামলা রয়েছে।
এমদাদ হোসেন আরো জানান, নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার ২৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের অপরাধ বিবেচনায় সর্বোচ্চ তিন মাস ও সর্বনিম্ন এক সপ্তাহ পর্যন্ত সাজা দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।