মাদারীপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৪
মাদারীপুরের রাজৈর উপজেলায় মাহেন্দ্রর সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালীবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজৈর উপজেলার সানেরপাড় গ্রামের লোকমান মাতুব্বরের ছেলে ও মাহিন্দ্র পরিবহনের চালক বিল্লাল হোসেন (৪০), একই উপজেলার হাসানকান্দি গ্রামে বিল্লাল হোসেন (৩৫), সালাউদ্দিন ও মেরিনা আক্তার (২৭)। এঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেরিনা মারা যান। এ ঘটনায় মাহেন্দ্র ও বাসের ১২ যাত্রীকে আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার উপপরিদর্শক রমজান হোসেন বলেন, সমুদ্রসৈকত নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত-নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী। তাঁদের দ্রুত উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাজৈর থানার পুলিশ। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।