অ্যাডভোকেট আবদুস সামাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট আবদুস সামাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার দোয়া মাহফিল ও স্মরণসভা হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষাসৈনিক অ্যাডভোকেট আবদুস সামাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আবদুস সামাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
জেলা নাগরিক কমিটির সভাপতি চিকিৎসক মো. বজলুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ, পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেন তালুকদার। স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. শামসুল হক।