টাম্পাকোয় নিখোঁজের তালিকায় আরো একজন
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আজ অষ্টম দিনের মতো উদ্ধারকাজ চালিয়েছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
এ দিন নিখোঁজদের তালিকায় আরো এক শ্রমিকের নাম যুক্ত হয়েছে। এ নিয়ে নিখোঁজের সংখ্যা দাঁড়াল ১১ জনে।
গাজীপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষের তথ্য মতে, টাম্পাকোর ঘটনায় গতকাল শুক্রবার রাত পর্যন্ত নিখোঁজের সংখ্যা ছিল ১০ জন। কিন্তু দুর্ঘটনার অষ্টম দিন আজ শনিবার নিখোঁজের তালিকায় আল-মামুন নামে আরো এক শ্রমিকের নাম যুক্ত হয়েছে। ফলে নিখোঁজের তালিকা বেড়ে এখন ১১ জনে দাঁড়িয়েছে। আল-মামুন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মোস্তাফিজুর রহমানের ছেলে।
আজ মামুনের আত্মীয়স্বজনরা সন্দ্বীপ থেকে টঙ্গীতে আসেন। তাঁরা জানান, ওই কারখানার শ্রমিক আল-মামুন গত ১০ সেপ্টেম্বর দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে।
এদিকে নিখোঁজদের সন্ধান পাওয়ার আশায় তাঁদের স্বজনরা অধীর আগ্রহে এখনো কারখানা এলাকায় সময় কাটাচ্ছেন।
টঙ্গীর বিসিক নগরীতে বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় গত ১০ সেপ্টেম্বর ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৭ জনের পরিচয় জানা গেছে। তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্ত না করতে পারা বাকি সাতটি লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে।
এ ছাড়া এ ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গী সরকারি হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।