পিন্টুর চিকিৎসায় ব্যত্যয় হলে ব্যবস্থা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যু প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কারা হেফাজতে সব ধরনের সুবিধা পেয়েছেন পিন্টু। তারপরও যদি কোনো ব্যত্যয় হয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
urgentPhoto
আজ রোববার বিকেলে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে অপরাধবিষয়ক ত্রৈমাসিক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুকে নির্যাতন বা চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি করা এমন অভিযোগ ঠিক নয়। নির্যাতনের তো প্রশ্নই আসে না।
নির্যাতন হবে কেন। তিনি একজন বন্দী। বন্দী হিসেবে তাঁকে যতটুকু আমাদের প্রিজনে যে ধরনের অধিকার তার সব তিনি এনজয় করেছেন। কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, এখানে আমরা যতটুকু শুনেছি, তারা যথাযথভাবে তার কর্তব্য পালন করেছে। পোস্টমর্টেম হয়েছে। সেখানে যদি এ ধরনের কোনো আলামত থাকে, আমরা দেখব।’