বরিশালের নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বরিশালে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রোববার বরিশাল অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি তাসলিমা (৩৪) সাতক্ষীরা জেলার শ্রীরামপুর এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ এপ্রিল দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অন্তর্ভুক্ত চৌমাথা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাসলিমাকে একটি ব্যাগসহ আটক করা হয়। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ৭ লিটার তরল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরের দিন ২৬ এপ্রিল এসআই কাজী আসাদুজ্জামান বাদী হয়ে মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে একটি মামলা করেন। ২০১৪ সালের ২৮ মে থানার এসআই শেখ মহিউদ্দিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন।