উৎকণ্ঠার মধ্যে হলো প্রথম দিনের পরীক্ষা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423204393.jpg)
উৎকণ্ঠার মধ্যে শেষ হয়ে গেল এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। এর আগে দুই দফায় পেছানো হয় পরীক্ষাটি। আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজকের এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা পরীক্ষা পেছাতে পেছাতে এই জায়গায় এসে বলছি, শুধু পরীক্ষার সময়টা যেন মুক্ত করে দেওয়া হয়।’ ২০ দলের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো কর্ণপাত করা হয়নি, বরং পরদিন জবাব পেলাম, পরীক্ষা দিয়ে কী হবে।’
সন্তানদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকরা তাদের উৎকণ্ঠা ও আতঙ্কের কথা জানালেন। একজন অভিভাবক এনটিভিকে বলেন, ‘আমাদের বাচ্চারা যেন পরীক্ষা দিয়ে ভালোয় ভালোয় বাসায় ফিরতে পারে, সবার কাছে এই দোয়া চাইছি। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। সন্তানের কাছে প্রকাশ করতে পারি না।’
আরেক অভিভাবক বলেন, ‘আমাদের নেত্রীদের যেন সুমতি হয়, ছেলেমেয়েরা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পরীক্ষার মধ্যে যেন হরতাল-অবরোধ না থাকে।’ প্রধান দুটি রাজনৈতিক দলের প্রতি তৃতীয় আরেকজন অভিভাবক বলেন, ‘ওনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, তাঁরা যেন দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করেন।’
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতালের কারণে গত ৪ ফেব্রুয়ারির পরীক্ষাটিও পিছিয়ে রোববার অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এবার সারা দেশে তিন হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ১০টি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৫৬ জন। এদের মধ্যে ১১ লাখ ১০ হাজার ৩৩৯ জন সাধারণ শিক্ষা বোর্ড থেকে, দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড থেকে এক লাখ ১০ হাজার ২৯৫ জন অংশ নিচ্ছে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এসএসসি পরীক্ষায় এবার বিদেশের আটটি কেন্দ্র থেকে ২৯৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে ১০ মার্চ, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬ মার্চ।